লামায় সদর ইউনিয়নের কেয়াড়াঝিরি ব্রীজটি মরণ ফাঁদ
প্রিয়দর্শী বড়ুয়া, লামা(বান্দরবান): বান্দরবানের লামায় সদর ইউনিয়নের পোয়াংপাড়া সড়কের কেয়াড়াঝিড়ি ব্রীজটি গত এক যুগেও নির্মাণ শেষ হয় নি।
এ কারনে ব্রীজটি এলাকাবাসীর মরণ ফাঁদে পরিনত হয়েছে। ওয়ার্ড মেম্বার মানিক বড়ুয়া জানান, ১২ বছর আগে বেসরকারি সংস্থা গ্রাউসের অর্থায়নে পাকা পিলার ও বীমের ওপর কাঠের তক্তার পাটাতন দিয়ে ব্রীজটি এলাকাবাসীর যোগাযোগের জন্য নির্মিত হয়। বছর না ঘুরতেই কাঠের তক্তাগুলো নষ্ঠ হয়ে যায়। তারপর থেকেই এলাকাবাসী বিশেষ করে বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে বীমের ওপর
দিয়ে যাতায়াত করেন। ইউপি চেয়ারম্যান মিন্টুকুমার সেন জানান, মাতামুহুরী নদীর ওপর নির্মাণধীন রাজবাড়ী-মেরাখোলা ব্রীজটির কাজ শেষ হলে কেয়াড়াঝিড়ি ব্রীজটির নির্মাণ কাজ ধরা হবে। পোয়াংপাড়াবাসীর প্রশ্ন, গত একযুগেও ব্রীজটি ফেলে রেখে জন দুর্ভোগ সৃষ্টির দায় কে নেবেন।