• December 27, 2024

লামায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগীতাত্তোর পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা প্রধান অতিথি ছিলেন। এতে ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাফর উল্লাহ, প্রভাষক মো. তমিজ উদ্দিন, মাতামুহুরী ডিগ্রী কলেজের প্রভাষক মো. আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেবুন্নেছা বেগম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন।

গত ৩ এপ্রিল মাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে গণিত, কম্পিউটার, বিজ্ঞান, ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ- এ চারটি স্তরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১২ জন শিক্ষার্থী শ্রেষ্ঠত্ব অর্জন করেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রত্যেক বিজয়ী শিক্ষার্থীর হাতে একটি সার্টিফিকেট ও নগদ ১ হাজার টাকা তুলে দেন। আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, মেধা অন্বেষন প্রতিযোগীতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার সর্বোতমুখি বিকাশের সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের অর্জিত বিষয় ভিত্তিক জ্ঞান তুলে ধরা ও অনুপ্রাণিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post