লামায় স্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া, সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়–য়া বিশেষ অতিথি ছিলেন। শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভুইয়া বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ভলিবল, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন একক ও দ্বৈত প্রতিযোগিতা পৃথকভাবে অনুষ্ঠিত হয়।