লামায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) লামামুখ উচ্চ বিদ্যালয়ে লামা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে জঙ্গীবাদ নির্মুল, ইভটিজিং, বাল্যবিবাহ নিরোধ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ কল্পে এক আলোচনা সভা হয়।
প্রধান শিক্ষক আব্দুর শুক্কুরের সভাপতিত্বে অনুষিষ্ঠত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন লামা থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। এতে লামা থানার কমিউনিটি পুলিশিং কর্মকর্তা এস. আই গিয়াজ উদ্দিন, আয়াত উল্যাহ, লামামুখ বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অভিভাবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয়জনগণ ও সুশীল সমাজের লোকজন সহ ছাত্র-ছাত্রী উপস্থিত।
লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বক্তব্যে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ। কমিউনিটি পুলিশিং হচ্ছে গ্রাম, মহল্লা, পাড়া জনগণের সাথে সুসর্ম্পক রেখে পারস্পরিক সাহায্য সহযোগিতা করা। লামা উপজেলার বিভিন্ন স্থানে প্রায় সময় অপ্রীতিকর কিছু তুচ্ছঘটনা ঘটে। যা মামলা হিসেবে আমলে না নিয়ে এসব ঘটনাগুলো কমিউনিটি পুলিশিং মাধ্যমে সমাধান করা হয়। এতে করে সাধারণ মানুষ আইনী জটিলতার হাত থেকে বাচঁতে পারে’।