• November 22, 2024

লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর পথ্য সংকট

প্রিয়দর্শী বড়ুয়া,লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর পথ্য সরবরাহে সংকট দেখা দিযেছে। হাসপাতালের লিলেন ও পথ্য সরবরাহের জন্য দরপত্র আহ্বানকে কেন্দ্র করে এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এ অচলাবস্থার মধ্যেই ১লা জানুয়ারী থেকে হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যার কার্যক্রম শুরু হয়। যার কারণে সংকট আরো বেশী বেড়েছে। নববর্ষের প্রথম দিন সরজমিন গিয়ে দেখা গেছে, ৫০ শয্যায় উন্নীত হাসপাতালের অনুমোদিত ১৮ জন ডাক্তারের স্থলে নিয়োগ করা হয়েছে ১১ জন । সেই ১১ জন ডাক্তারের মধ্যে ৩জন প্রশিক্ষণে, ৩জন নৈমিত্তিক ছুটিতে ১জন বদলী ও ১জন পেষনে জেলা সদরে আছেন। অবশিষ্ট ৪জন ডাক্তারকে কর্মরত অবস্থায় পাওয়া গেছে। একই চিত্র ২জানুয়ারীও পরিলক্ষিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ উইলিয়াম লুসাই জানান, সরকার এলাকাবাসীর স্বাস্থ্যসেবা অগ্রাধিকার দিয়ে হাসপাতাটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা করেছে। এ অবস্থায় গত ৫ মাস উপজেলা হিসাব রক্ষণ অফিসার রোগীর পথ্য সরবরাহের বিল আটকে রাখার ফলে রোগীর পথ্য সংকট দেখা দিয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ‘জিয়াকনষ্ট্রাকশন’র সত্ত্বাধিকারি বেলাল বলেন, গত ৫ মাস ধরে তার বিল না হওয়ায় আর্থিক সংকটের কারনে পথ্য সরবরাহ অচল হওয়ার পথে। উপজেলা হিসাবরক্ষণ অফিসার শাহীন নওশেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্ষের রোগীর পথ্য সরবরাহের জন্য দরপত্র আহ্বান ও কার্যাদেশ বাতিল চেয়ে  ২য় দরদাতা জনৈক মো: আবুতাহের উকলি নোটিশ করায় বিল ছার করা যাচ্ছে না। ভুক্তভোগি এলাকাবাসি সৃষ্ট অচলাবস্থা নিরশনে উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্থক্ষেপ দাবি করেছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post