• October 7, 2024

লামায় ১২০ পিস ইয়াবাসহ আটক ২জন

লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ১২০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার রাত ১১টায় ইয়াংছা পুলিশ ও সেনা চেক পোষ্টে দুই মোটরবাইক আরোহীর গতি রোধ করে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, আলীকদম সদর ইউনিয়নের  দানু সর্দার পাড়ার হোসাইন আহম্মদের পুত্র মোঃ তৈয়ব উদ্দিন(৩৮),চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাকারা গ্রামের সিরাজুল হকের পুত্র লুৎফুর রহমান রোমান(৩৪)।

সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে মোটরবাইকে আলীকদম হতে চকরিয়া যাওয়ার পথে লামার ইয়াংছা পুলিশ ও সেনা চেক পোষ্টে পৌঁছলে তাদের গতিরোধ করে তল্লাশি চালায় দায়িত্বরত পুলিশ ও সেনাদল। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবাসহ নগদ ১ হাজার ৪৬৫ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের লামা থানায় নিয়ে আসা হয়।

লামা থানা অফিসার ইনচার্য অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নং- ০৩,তারিখ- ৫ জুন ২০১৮ ইং।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post