• January 22, 2025

লেখাপড়া শেষে দেশ, জাতির জন্য আলো ছড়াতে হবে-ফিরোজা বেগম চিনু

মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি: লেখাপড়া শেষ করে দেশ ও জাতির জন্য শিক্ষার্থীদের আলো ছড়ানোর আহ্বান জানান জাতীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। মঙ্গলবার (২৩জানুয়ারী) সকালে বায়তুস শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও দাখিল পরিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য তিনি এ কথা বলেন।

রাঙামাটি বায়তুস শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ মাও: সামসুল আরেফিনের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বাবুলসহ মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা। এমপি চিনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষার প্রতি  আন্তরিক। এজন্য তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সুষ্ঠুভাবে  পরিচালনার ব্যবস্থা করেন।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ এবং দাখিল পরিক্ষার্থীদের জন্য  দোয়া প্রার্থনায় অংশ নেন আগত অতিথিরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post