শপথ নিলেন তবলছড়ি ইউপি চেয়ারমযান আবুল কাশেম ভুঁইয়া

শপথ নিলেন তবলছড়ি ইউপি চেয়ারমযান আবুল কাশেম ভুঁইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান হয়ে অবশেষে তবলছড়ি ইউপি নির্বাচনে ( স্বতন্ত্র) চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আবুল কাশেম ভুইঁয়া। বুধবার

সপ্তম ধাপে ইউপি নির্বাচন উপলক্ষে বাঘাইছড়িতে বিশেষ সভা
লক্ষ্মীছড়িতে উপ-নির্বাচনে সংরক্ষিত নারী আসনে টুনি চাকমা নির্বাচিত
লক্ষ্মীছড়ির ৩টি ইউনিয়ন ভোট গ্রহণের জন্য প্রস্তুত

খাগড়াছড়ি প্রতিনিধি: সকল জল্পনা কল্পনার অবসান হয়ে অবশেষে তবলছড়ি ইউপি নির্বাচনে ( স্বতন্ত্র) চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আবুল কাশেম ভুইঁয়া।

বুধবার ২৬ জানুয়ারী সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করালেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাষ।

মামলার জটিলতা কাটিয়ে গত ১২ জানুয়ারী আবুল কাশে ভুইয়াকে তবলছড়ি ইউপি চেয়ারম্যান হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,গত ১১ নভেম্বর তবলছড়ি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: আবুল কাশেম ভুঁইয়া ৫হাজার ৩১ ভোট পান। অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ ৫হাজার ১০ ভোট। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা যুগ্ন জজ আদালতে মামলা দায়ের করেন নৌকা প্রার্থী।

এরপর তবলছড়ি ইউপি নির্বাচনের গেজেট স্থগিত করা হয়। এ ঘটনায় ২৩ ডিসেম্বর মামলাটির স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। ১২ জানুয়ারী নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া কে চেয়ারম্যান ও অপর ১২ জন সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।