শহর সমাজসেবা কর্তৃক ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়নে সেমিনার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: রামগড়ে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নে করণীয় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই সোমবার সকাল ১১ টায় শহর সমাজসেবা কার্যালয় রামগড় এর আয়োজনে ” ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ জসীম উদ্দিন, ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতর, ঢাকা’র উপপরিচালক (ইউসিডি) মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক (ইউসিডি) মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া আলোচক ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস।
সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় সেমিনারে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।