• February 19, 2025

শহীদ ক্যাপ্টেন কাদের বীর উত্তম’র ৫০তম মৃত্যু বার্ষিকীতে রামগড়ে দোয়া ও মিলাদ

 শহীদ ক্যাপ্টেন কাদের বীর উত্তম’র ৫০তম মৃত্যু বার্ষিকীতে রামগড়ে দোয়া ও মিলাদ
রামগড় প্রতিনিধি: রামগড়ে সমাহিত শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম এর ৫০তম শাহাদাৎ বার্ষীকী উপলক্ষে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বাদ জোহর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক এর সভাপতিত্বে তার ব্যক্তিগত অফিসে  মিলাদ ও দোয়া শেষে মরহুমের কবরস্থলে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাষ্টারপাড়া আজিজিয়া জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম।
মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর রামগড়ের ঘাটি থেকে খাগড়াছড়ির মহালছড়িতে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ১৯৭১ সালের ২৭ এপ্রিল বীরত্বের সাথে লড়াই করে ২শ মুক্তিযোদ্ধার প্রাণ বাঁচিয়ে শাহাদাৎ বরণকরেন বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম। পরে ২৮ এপ্রিল পূর্ণসামরিক ও ধর্মীয় মর্যাদায় রামগড় কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়। পরে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে তাঁর বীরত্বকে চিরস্মরণীয় করে রাখার লক্ষে বীর উত্তম খেতাবে ভূষিত করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post