• December 12, 2024

শিক্ষার্থীদের রাজনৈতিক দলের কর্মসূচিতে ব্যবহার না করার আহ্বান

আল আমিন, দীঘিনালা: পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক দলের সংঘাতপূর্ণ অবস্থার কারণে একের পর এক হত্যার ঘটনা ঘটছে। প্রতিদিনই পড়ছে লাশ। অধিকার আদায়ের নামে রাজনৈতিক দলগুলোর প্রধান লক্ষই হলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের টেনে নেওয়া।

১৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত দীঘিনালা জোনের উদ্যোগে ‘শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, সভা-সমাবেশের নামে এসব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করা হয়। কর্মসূচিতে অংশ নেয়ার ফলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীরাও পড়াশুনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে। জাতির অধিকার আদায়ের জন্য কাজ করতে হলে, প্রথমে থাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। একটি জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। কারণ শিক্ষা ছাড়া কখনো অধিকার আদায় করা সম্ভব না। তাই বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে শিক্ষক-অভিভাবক আলোচনা করে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ফেরদৌস জিয়াউদ্দীন মাহমুদ পিএসসি

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দেব, দীঘিানালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, ৪ নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, উত্তর রেংকার্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান উষা আলো চাকমা, অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, চংড়াছড়ি এসএইচডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লতিফ মিঞা প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post