শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারাতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে এসএসসি পরীক্ষার ফরম পূরণের লক্ষ্যে ২০জন হত-দরিদ্র পাহাড়ি-বাঙ্গালী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
গতকাল সিন্দুকছড়ি জোনের আওতাধীন ৮ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সহযোগিতা প্রদান করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব। এসময় ইউপি চেয়ারম্যান মেমং মারমা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।