শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারাতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে এসএসসি পরীক্ষার ফরম পূরণে

আইন না মানায় গুইমারা মদিনা ব্রিকফিল্ডকে ১লক্ষ টাকা জরিমানা
গুইমারা থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত দাবি
খাগড়াছড়ির ৯উপজেলায় ইপিআই সরঞ্জাম ক্রয়ে অনিয়মের তদন্ত শুরু করেছে দুদক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারাতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে এসএসসি পরীক্ষার ফরম পূরণের লক্ষ্যে ২০জন হত-দরিদ্র পাহাড়ি-বাঙ্গালী শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

গতকাল সিন্দুকছড়ি জোনের আওতাধীন ৮ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সহযোগিতা প্রদান করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব। এসময় ইউপি চেয়ারম্যান মেমং মারমা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।