• July 13, 2024

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে খেলা-ধুলাকে এগিয়ে নিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৬ জুন মঙ্গলবার লক্ষ্মীছড়ি জোনোর সেনাবাহিনীর উদ্যোগে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীছড়ি পিএফসি কিন্টারগার্টেন এন্ড পাবলিক স্কুলে জার্সি এবং ফুটবল বিতরণ করেন।

বিদ্যালয়ের পরিচালক ও লক্ষ্মীছড়ি সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা এ ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ সুলতানা সুফিয়া চৌধুরী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট অভিজিৎ ও লক্ষ্মীছড়ি জোনের এসএম অনারি লেফটেন্যান্ট আসাদ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post