Homeস্লাইড নিউজশিরোনাম

শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে খেলা-ধুলাকে এগিয়ে নিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ জুন মঙ্গলবার লক্ষ্মীছড়

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদে ১কোটি ২০ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা
মাটিরাঙ্গায় ট্রাক’র ভেতর লাশ পাওয়ার ঘটনায় শ্রমিকলীগ নেতা আটক
বাংলাদেশ- ভারত মৈত্রী সেতু ১ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে পররাষ্ট্র সচিব

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে খেলা-ধুলাকে এগিয়ে নিতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৬ জুন মঙ্গলবার লক্ষ্মীছড়ি জোনোর সেনাবাহিনীর উদ্যোগে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: মিজানুর রহমান মিজান, পিএসসি,জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীছড়ি পিএফসি কিন্টারগার্টেন এন্ড পাবলিক স্কুলে জার্সি এবং ফুটবল বিতরণ করেন।

বিদ্যালয়ের পরিচালক ও লক্ষ্মীছড়ি সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা এ ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন। এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ সুলতানা সুফিয়া চৌধুরী এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট অভিজিৎ ও লক্ষ্মীছড়ি জোনের এসএম অনারি লেফটেন্যান্ট আসাদ উপস্থিত ছিলেন।