শিক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে
কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি: এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফাইল, কলম ও পরীক্ষার রুটিন বিতরণ করলেন ছাত্রলীগ। সোমবার ১ এপ্রিল বেলা দেড়টায় কাউখালী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পরীক্ষার রুটিন, কলম ও ফাইল বিতরণ করা হয়। এ সময় তিনটি কলেজ তথা কাউখালী সরকারি ডিগ্রি কলেজ, সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ ও ঘাগড়া কলেজের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী দেওয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অভিমং চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পাইচি মং মারমা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতুমং মারমা আতু, সাধারণ সম্পাদক সাজীব দত্ত, সহসভাপতি সালাউদ্দিন আহমেদ মনজু, থুইসি মারমা, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সদস্য শাহীন আলম (অভি), কাউখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব, কাউখালী উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মাহফুজ জামান।