Homeস্লাইড নিউজশিরোনাম

শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়গাছড়ি সদর জোনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে অস্ত্র উদ্ধার করেছে আইন শৃংখলা বাহিনী। ৭ ফেব্র“য়ারী বুধবার  রাতে জেলা সদরের

মহালছড়িতে জাঁকজমকভাবে প্রবারণা পূর্ণিমা উদযাপন
রামগড়ে লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে ৪ টি করাত কলকে জরিমানা
গুইমারা রিজিয়ন কর্তৃক বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়গাছড়ি সদর জোনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করতে গিয়ে অস্ত্র উদ্ধার করেছে আইন শৃংখলা বাহিনী। ৭ ফেব্র“য়ারী বুধবার  রাতে জেলা সদরের পাঁচ মাইল এলাকায় এই অস্ত্র উদ্ধার করা হয়।

আইন শৃংখলা বাহিনীর সূত্র মতে জানা যায়, বুধবার রাতে পাঁচ মাইল নামক স্থানে সেনা বাহিনীর পক্ষ হতে শীত বস্ত্র বিতরণ করতে  গেলে স্থানীয়দেও ভাষ্যমতে ইউনাইট্রেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই এলাকায় নিয়মিত চাঁদাবাজি করতে আসে, আজও এসেছে এবং চাঁদাবাজরা পাশের পাহাড়ে অবস্থান করছে বলে আইন শৃংখলা বাহিনীকে অবগত করেন।

উক্ত তথ্যের ভিক্তিতে ১৪ই বেংগলের ক্যাপ্টেন সৌমির আহমেদ এর নেতৃত্বে সেনা বাহিনীর একটি দল গণেশটিলা এলাকায় উপজাতীয় একটি বাড়িতে তল্লাসী চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ১টি পিস্তল, ২ টি এলজি, ৫ রাউন্ড কার্তুজ এবং ১১ রাউন্ড ২২ বোরের গোলা বারুদ উদ্ধার করে।