• July 23, 2024

শীতবস্ত্র বিতরণ করলেন গুইমারা রিজিয়ন কমান্ডার

স্টাফ রিপোর্টার: গুইমারাতে সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক পাহাড়ি-বাঙ্গালি হত-দরিদ্র, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে গুইমারা সেনা রিজিয়ন ও ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের যৌথ উদ্যোগে উপজেলার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।

এসময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মোঃ কাউসার জাহান, জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, রিজিয়নের জি.টু.আই মেজর মঈনুল আলম, সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির, ক্যাপ্টেন খন্দকার শাহ আলম ফাহিম, ক্যাপ্টেন মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার বিভিষন কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান উষ্যে প্রু মারমা’সহ স্থানীয় জনপ্রতিনিধি ও পদস্থ সামরিক কর্তকর্তাগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post