• February 19, 2025

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন গুইমারা রিজিয়ন কমান্ডার

স্টাফ রিপোর্টার: ২৪ আর্টিলারী ব্রিগেডের খাগড়াছড়ি’র গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। ৩১ ডিসেম্বর গুইমারা উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকার দু:স্থ্য, অসহায় ও শীতার্ত ৪৫০জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। বছরের শেষ দিনে এসে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ এ এক অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করলেন রিজিয়ন কমান্ডার।

শীতবস্ত্র বিতরনকালে ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান বলেন, নতুন বছরে বিভিন্ন অনুষ্ঠানের নামে অর্থ অপচয় না করে সবারই উচিৎ এ কনকনে শীতে শীতার্তদের পাশে দাঁড়ানো। সবাই এগিয়ে আসলে অন্তত কিছু অসহায় মানুষ শীতের তীব্রতা থেকে রক্ষা পাবে। এটাই বড় প্রাপ্তি ও নতুন বছরের শিক্ষা।

এসময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান, রিজিয়নের জি.টু.আই মেজর মঈনুল আলম, গুইমারা সাব-জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমং মারমা, উপজেলা চেয়ারম্যান উষ্যেপ্রেু মারমা’সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post