Homeস্লাইড নিউজশিরোনাম

শীতে আগুন পোহাতে গিয়ে রাঙ্গুনিয়ায় বৃদ্ধের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার মোগলের হাট এলাকায় আগুন পোহানোর সময় অসাবধানতাবসত পড়নের কাপড়ে আগুন লেগে রাখাল বণিক (৭৮) নামের এক বৃদ্ধ গতকাল বৃহষ্পতিব

ফটিকছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
ফটিকছড়িতে ট্রাক-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত
গ্রাম পুলিশদের দায়িত্ব সর্ম্পকে আরো দায়িত্বশীল হতে হবে- ইউএনও

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ার মোগলের হাট এলাকায় আগুন পোহানোর সময় অসাবধানতাবসত পড়নের কাপড়ে আগুন লেগে রাখাল বণিক (৭৮) নামের এক বৃদ্ধ গতকাল বৃহষ্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

জানা গেছে, গত কয়েকদিন যাবত রাঙ্গুনিয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে। হিমেল হাওয়া ও তীব্র শীতের কারনে ১৫টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অসহায়, গরীব, ছিন্নমুল ও নি¤œআয়ের হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। ঠান্ডায় বৃদ্ধ-বৃদ্ধা, শিশুরা বেশী কাহিল হয়ে পড়ছে। প্রায় প্রতিটি গ্রামে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চলছে।

স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মোগলেরহাট গ্রামে গত মঙ্গলবার রাতে আগুন পোহানোর সময় পড়নের কাপড়ে আগুন লেগে রাখাল বনিক নামের একবৃদ্ধ গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইদিন পর গতকাল বৃহষ্পতিবার রাখাল বনিকের মৃত্যু হয়।