কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করলো পাহাড়ি অনাথ শিশুরা
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ব্যক্তি উদ্যোগে শতাধিক পাহাড়ি অনাথ শিশুকে নিয়ে উদযাপন করা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উপলক্ষ্যে সকালে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বুলিপাড়া এলাকার প্রজ্ঞাবংশ শিশু সদনে কেক কাটা হয়।
এতে অনুষ্ঠানের আয়োজক কেউচিং মারমাসহ শিশু সদনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথের, উপাধ্যক্ষ অগ্রসার ভিক্ষু ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মংশি মারমা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করে তারা। সেই সাথে মহামারী করোনা থেকে মুক্তি কামনাসহ বিশ্ব শান্তির জন্য ভগবান বৌদ্ধের নিকট সমবেত প্রার্থনায় অংশ নেন অনাথ শিশু ও বৌদ্ধ ভিক্ষুরা। এছাড়াও দুপুরে অনাথ শিশুদের জন্য মধাহ্নভোজের আয়োজন করেন সমাজ সেবক কেউচিং মারমা।