• January 13, 2025

শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নয়নশীল রাষ্ট্রে উপনিত হয়েছে-দীপংকর তালুকদার

কাপ্তাই প্রতিনিধি: সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, আজকের ছাত্র ছাত্রীরা আগামীদিনের বাংলাদেশ এর স্থপতি, তোমরাই সুনাগরিক হয়ে নিজেকে গড়ে তুলে আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে উপনিত হয়েছে। আজকে আমরা সব ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছি, নিজস্ব অর্থায়নে আমরা তৈরী করছি স্বপ্নের পদ্মা সেতু।  দীপংকর তালুকদার বুধবার রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ নুর, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তংচংগ্যা, কাপ্তাই বিদুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দীপ্তিময় তালুকদার। স্কুলের সিনিয়র শিক্ষক রাজেস ভট্টাচার্য্যরে সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী এবং প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া। এর আগে ছাত্র ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post