• July 27, 2024

শেষ প্রচারণায়ও দেখা যায়নি নাজিরহাট পৌর আ’লীগকে

ফটিকছড়ি প্রতিনিধি: ভোট গ্রহণের এক সপ্তাহ পূর্বে আদালতের রায়ে আ’লীগের নৌকার প্রার্থীর প্রার্থীতা ফিরে পেলেও স্থানীয় নাজিরহাট পৌর আ’লীগকে প্রচার প্রচারণায় পাচ্ছেন না নৌকার প্রার্থী। উল্টো তারা স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশার  প্রচারণায় অংশ নিতে দেখা যায়। বিকালে নাজিরহাট বাজারে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশার সাথে প্রচারণায় দেখা যায়

নাজিরহাট পৌর আ’লীগের আহবায়ক এনামুল হক বাবুল, যুগ্ম আহবায়ক মোরশেদুল আমিন, মো ইউসুফসহ বেশ কিছু নেতাকর্মীরা। এমনকি সাথে ছিলেন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তাও।  কাল মঙ্গলবার রাত বারোটায় শেষ হচ্ছে নির্বাচনের প্রচার প্রচারনা। শুধু নাজিরহাট পৌর আ’লীগ নয়,  প্রচারনায় নেই নাজিরহাট পৌর ছাত্রলীগও। যুবলীগের আহবায়ক প্রচারনায় রয়েছেন বললেও তাকে নৌকার প্রার্থীর সাথে প্রচারনায় দেখা যায়নি। আহবায়ক মোহাম্মদ হোসেন বলেন, নৌকা প্রতীক যখন চলে এসেছে, একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে এখন কোনভাবেই অন্য প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না। ‘

এদিকে শেষ মুহুর্তে উপজেলা আ’লীগকে নিয়ে প্রচার প্রচারণায় রয়েছেন নৌকার প্রার্থী মজিবুল হক চৌধুরী। তিনি পৌরসভার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পথসভা, গণসংযোগসহ বেশ কয়েকটি উঠান বৈঠকে মিলত হয়েছেন। ইতিপূর্বে উপজেলা আ’লীগ নির্বাচন ঘিরে বর্ধিত সভা সম্পন্ন করেছে। উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ নৌকার পক্ষে প্রচার প্রচারনা ও গণসংযোগ করলেও স্থানীয় আ’লীগের সম্পৃক্ততা না থাকায় পৌর এলাকাজুড়ে চলছে আলোচনা -সমালোচনা।

এ ব্যাপারে নাজিরহাট পৌর আ’লীগের আহবায়ক এনামুল হক বাবুল বলেন, ‘ দলীয় প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়ে যাওয়াতে আমরা অন্য প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে মানুষের কাছে ভোট চেয়েছি, শেষ মুহুর্তে আদালতের রায়ে নৌকার প্রার্থীতা ফিরে আসলে আমরা সিনিয়র নেতাদের অনুরোধ করেছি স্বতন্ত্র প্রার্থীটির কাছ থেকে  নৌকার প্রার্থীর প্রতি সমর্থন আদায় করাতে। কিন্তু তারা তাতে ব্যার্থ হয়েছেন। যেহেতু সতন্ত্র প্রার্থীর পক্ষে একবার ভোট চেয়ে গনসংযোগ করে ফেলেছি এই মুহুর্তে মানুষের কাছে নৌকার পক্ষে ভোট চাইবো কোন মুখে?

নাজিরহাট পৌর ছাত্রলীগ নৌকার পক্ষে প্রচারণায় না থাকার ব্যাপারে সভাপতি রাসেল উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘দলীয় নিয়ম অনুযায়ী নির্বাচনকে ঘিরে বর্ধিতসভায় পৌর ছাত্রলীগকে ডাকা হয়নি। প্রচারনার জন্য কোন প্রকার নির্দেশনাও দেওয়া হয়নি। তবে, আমরা নৌকার মানুষ, নৌকার না আসা পর্যন্ত অন্য প্রার্থীকে সমর্থন দিলেও এই মুহুর্তে নৌকার বিপক্ষে যাওয়া সম্ভব নয়।’

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘ স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশাকে নিয়ে উপজেলা আ’লীগের সাথে বসতে বলা হয়েছে,কিন্তু তারা সেই বিষয়ে কোন প্রদক্ষেপ নেয়নি। পৌর আ’লীগকে প্রচারনায় না পেলেও ওয়ার্ডের সভাপতি -সম্পাদকরা আমাদের সাথে রয়েছেন। পৌর আ’লীগ যদি সংগঠন বিরোধী অবস্থানে থাকে, দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে পরে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে উপজেলা আ’লীগ।’

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post