শেষ প্রচারণায় আ’লীগ নেতারা: উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন

ফটিকছড়ি প্রতিনিধি: নাজিরহাট পৌরসভার প্রচার-প্রচারণার শেষ দিন ছিল মঙ্গলবার। আদালতের রায়ে নির্বাচনের এক সপ্তাহ পূর্বে প্রার্থীতা ফিরে পাওয়া মজিবুল হক প্

অবৈধ করাত কল সীলগালা
ফটিকছড়ি প্রেসক্লাবের মতবিনিময় সভা
রাঙ্গুনিয়ায় প্রধান শিক্ষক ফোরাম গঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: নাজিরহাট পৌরসভার প্রচার-প্রচারণার শেষ দিন ছিল মঙ্গলবার। আদালতের রায়ে নির্বাচনের এক সপ্তাহ পূর্বে প্রার্থীতা ফিরে পাওয়া মজিবুল হক প্রচার-প্রচারণায় ছিলেন অন্য প্রার্থীদের চেয়ে অনেকাংশ কম। কিন্তু শেষ মুহুর্তে এসে দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা আর গনসংযোগ করেছেন চট্টগ্রাম উত্তরজেলা ও ফটিকছড়ি উপজেলা আ’লীগের সিনিয়র নেতা-নেতৃবৃন্দ।

গনসংযোগে অংশ নেন, জেলা আ’লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, আ’লীগের কেন্দ্রিয় নেতা ও নাজিরহাট পৌরসভা বাস্তবায়নের অন্যতম উদ্দ্যেক্তা এটিএম পেয়ারুল ইসলাম, জেলার সদস্য  খাদিজাতুল আনোয়ার সনি, স.ম বাকের, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, জেলা যুবলীগ নেতা মজিবুর রহমান স্বপন, উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, কেন্দ্রিয় ছাত্রলীগের সদস্য সাবরিনা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন,সাধারন সম্পাদক রায়হান রুপু, ফটিকছড়ি পৌর ছাত্রলীগের সভাপতি আবু শোয়াইবসহ একাধিক সিনিয়র নেতারা ।

পৌরসভার বিভিন্ন জায়গায় গণসংযোগ শেষে বিকালে নৌকার সমর্থনে নাজিরহাট বাজারে মিছিল করেন তারা । পরে ঝংকার চত্বরে পথসভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। বক্তব্যে নুরুল আলম চৌধুরী বলেন, ‘নৌকা উন্নয়নের প্রতীক। পৌর এলাকার উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিন।’ এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ‘আওয়ামীলীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। এ উন্নয়নের অগ্রযাত্রাকে চলমান নৌকায় ভোট দিন।’