• February 18, 2025

“শেষ বিদায়ের বন্ধু” সংগঠনের উদ্যোগে সম্মাননায় ক্রেস্ট ও সংবর্ধনা প্রদান রামগড়ে

রামগড় উপজেলা প্রতিনিধি: খাগড়াছড়ি রামগড়ে “শেষ বিদায়ের বন্ধু” উপজেলা শাখার উদ্যোগে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের ভয়াবহতার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করার লক্ষে রামগড় উপজেলার আলেম ওলামার সাথে নিয়ে আয়োজিত জরুরি মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৩০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় রামগড় কেন্দ্রীয় জামে মসজিদে হাফেজ ইউসুফ ও মাওলানা আবদুল হান্নান মানছুর এর সঞ্চালনায় সংগঠনের রামগড় উপজেলা শাখার টিম প্রধান মাওলানা শহিদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “শেষ বিদায়ের বন্ধু” এর প্রধান সমন্বয়ক মিরসরাই প্রেসক্লাবের সভাপতি জনাব নুরুল আলম।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির (সেবা) সমন্বয়ক, বারৈয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির ধর্ম বিষয়ক সমন্বয়ক, হাফেজ মাওলানা মোঃ শোয়াইব।

সভায় উপস্থিত হয়ে রামগড় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী নুরুল আলম আলমগীর বলেন মহামারীকালীন সময়ে আলেমদের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে, উক্ত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে রামগড় পৌর আ’লীগের সভাপতি জনাব রফিকুল আলম কামাল “শেষ বিদায়ের বন্ধু” র ১৮জন সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন শেষ বিদায়ের বন্ধুদের সম্মানে মুক্তিযোদ্ধের বীর সন্তানদের যেমন শ্রদ্ধার সাথে স্বরণ করে তেমনি শেষ বিদায়ের বন্ধুদের ও সম্মানের সাথে দেখতে হবে,  তিনি আরো বলেন সমাজের যেকোন সময় আলেমদের সাথে সুসম্পর্ক রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।’

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান, রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুল হক, ইসলামিক ফাউন্ডেশন রামগড় উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব নুরুন্নবী, রামগড় কোর্ট মসজিদের খতিব মাওলানা আখতার হোসাইন জিহাদী, পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম কাজীবাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুল হক, বলিপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী নুর হুসাইন, সোনাইপুল বাজার জামে মসজিদের খতিব মাওলানা হুসাইন আহমদ আজিজী, কাজীবাড়ী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মিজান সিরাজ ফেনবী, খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলার সিনিয়র সহ সভাপতি, মাওলানা জামাল উদ্দিন, ও সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী মুহিববুল্লাহ। আরো উপস্থিত ছিলেন রামগড় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব মাদ্রাসা শিক্ষকসহ  সংগঠনের সদস্যবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post