শোক দিবসে কোরআন খতম ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির লক্ষীছড়িতে জালিয়াপাড়া ইসলামিক মিশন কেন্দ্রের প্রধান ডা: মুনমুন সুলতানার তত্বাবধানে ও লক্ষীছড়ি ইসলামিক মিশন উপকেন্দ্রের প্রধান ডা: আসাদুজ্জামানের পরিচালনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৫ আগষ্টে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহিষকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ স্থানীয় আলেম ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।