• June 23, 2024

শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাবে ভূষিত হলেন মাটিরাঙ্গার আহাদ ভূঞা

 শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাবে ভূষিত হলেন মাটিরাঙ্গার আহাদ ভূঞা

স্টাফ রিপোর্টার: শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাবে ভূষিত হলেন মাটিরাঙ্গার কৃতি সন্তান এ্যাডভোকেট মোঃ আবদুল আহাদ ভূঞা ।

২৮ এপ্রিল জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ অনুষ্ঠানের প্রধান অতিথি ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী-ফেনীর শ্রেষ্ঠ লিগ্যাল এইড আইনজীবীর খেতাব তুলে দেন মাটিরাঙ্গার কৃতি সন্তান ও ফেনী জর্জ কোটের এ্যাডভোকেট মোঃ আবদুল আহাদ ভূঞার হাতে ।

এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এ এস এম রুহুল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক, পুলিশ সুপার জাকির হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল বাশার চৌধুরী উপস্থিত ছিলেন ।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ বেগম সুস্মিতা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিপি হাফেজ আহাম্মদ, স্টার লাইন গ্রæপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রমুখ।

অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিসের অধিনে ২০২৩ সর্বাধিক মামলা নিষ্পত্তিকারী আইনজীবী এড. মোঃ আবদুল আহাদ ভূঞা কে বর্ষসেরা প্যানেল আইনজীবী সম্মাননা প্রদান করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post