সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন ২৩ বিজিবি

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন ২৩ বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গা উপজেলার মোল্লাবাজার দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবার জেলায়  ফলাফলের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ায় সংবর্ধনা দিয়েছে

২১ আগস্ট গ্রেনেট হামলাকারীদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন
মানিকছড়ি ও রামগড়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধারের দাবিতে মানববন্ধন
রামগড় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল
খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গা উপজেলার মোল্লাবাজার দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবার জেলায়  ফলাফলের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ায় সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম। তিনি দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে নগদ টাকা পুরষ্কৃত করেন। এছাড়াও ছাত্রদের জন্য খেলাধুলার সামগ্রী, মাদ্রাসার হিফজ বিভাগের অসহায় ছাত্রদের জন্য ২০টি কম্বল এবং ০৫টি উন্নতমানের কুরআন শরীফ উপহার হিসেবে প্রদান করেন। পাশাপাশি মাদ্রাসার উন্নয়নে ২০ হাজার টাকা আর্থিক দেন জোন অধিনায়ক।
অনুষ্ঠানে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষিক উপস্থিত ছিলেন।