সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন ২৩ বিজিবি

Homeস্লাইড নিউজশিরোনাম

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন ২৩ বিজিবি

খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গা উপজেলার মোল্লাবাজার দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবার জেলায়  ফলাফলের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ায় সংবর্ধনা দিয়েছে

লক্ষ্মীছড়িতে ভারত ফেরত ৩জন হোম কোয়ারেন্টাইনে, সাপ্তাহিক হাট বাজার বন্ধ
মানিকছড়িতে জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের আর্থিক সহায়তা প্রদান
মানিকছড়ির গাড়ীটানয় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২জন নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি: মাটিরাঙ্গা উপজেলার মোল্লাবাজার দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবার জেলায়  ফলাফলের দিক থেকে শ্রেষ্ঠ হওয়ায় সংবর্ধনা দিয়েছে স্থানীয়রা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম। তিনি দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে নগদ টাকা পুরষ্কৃত করেন। এছাড়াও ছাত্রদের জন্য খেলাধুলার সামগ্রী, মাদ্রাসার হিফজ বিভাগের অসহায় ছাত্রদের জন্য ২০টি কম্বল এবং ০৫টি উন্নতমানের কুরআন শরীফ উপহার হিসেবে প্রদান করেন। পাশাপাশি মাদ্রাসার উন্নয়নে ২০ হাজার টাকা আর্থিক দেন জোন অধিনায়ক।
অনুষ্ঠানে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষিক উপস্থিত ছিলেন।