সংবাদ প্রকাশের পর গোমতি বি.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়মের তদন্ত শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি বি.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদার ব

পাহাড়ি-বাঙ্গালির মধ্যে সম্প্রীতি নষ্টের সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে -কংজরী চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসর মো. সাহাব উদ্দিন স্ট্যান্ড রিলিজ
করোনা নিয়ন্ত্রণে সামাজিক দূরুত্ব বজায় ও পরিবহন চলাচলে কঠোর হচ্ছে লক্ষ্মীছড়ি প্রশাসন
খাগড়াছড়ি প্রতিনিধি: বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি বি.কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদার বিরুদ্ধে উঠে আসা দূর্ণীতির তদন্ত শুরু করেছে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহতাসিন বিল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে প্রেরিত চিঠি পেয়ে শিক্ষক নুরুল হুদার বিরুদ্ধে করা দূর্ণীতির তদন্তে নামেন তিনি এমনটাই জানিয়েছেন গনমাধ্যমে। তদন্তে শেষে আগামী ৭ কার্য্য দিবসে রিপোর্ট জমা দেয়ার কথাও জানান এ কর্মকর্তা।
উল্লেখ্য, বিদ্যালয়ে যোগদানের পর থেকে দফায় দফায় অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতি ও নিয়োগ বানিজ্যে সহ নানা অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক নুরুল হুদার বিরুদ্ধে।