সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় খাগড়াছড়ির বাসন্তী চাকমা নির্বাচিত
খাগড়াছড়ি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারিভাবে খাগড়াছড়ির বাসন্তী চাকমাকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৬ ফেফ্রয়ারি) বিকেল ৫টায় তাকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘সংরক্ষিত ৪৯টি নারী আসনের কোনোটিতে একাধিক প্রার্থী না থাকায় তারা সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের গেজেট প্রকাশের জন্য রোববার নির্বাচন কমিশন সচিবকে চিঠি দেয়া হবে। পরবর্তীতে কমিশন থেকে তা গেজেট আকারে প্রকাশ করবে।
জাতীয় সংসদে ৩০০ আসনের বিপরীতে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। এর মধ্যে ৪৯টি আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় সাংসদ নির্বাচিত হওয়ায় আরেকটি আসন ফাঁকা রয়েছে। সেই আসনটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাতজন প্রার্থী নির্বাচিত হওয়ায় দলটির জন্য সংরক্ষিত আছে। সংরক্ষিত আসনে বিএনপির একজন প্রার্থী দেয়ার সুযোগ রয়েছে।