মাটিরাঙ্গায় ইমাম, ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা করলেন ওয়াদুদ ভূইয়া

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। মঙ্গলবার বিকেলে মাটিরাঙা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মাটিরাঙা উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ইমাম ও ওলামা মাশায়েখরা এতে অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকধারী প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

সভায় বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, “বিএনপি সবসময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক। জিয়াউর রহমানের হাত ধরে যে বহুত্ববাদী রাজনীতির সূচনা হয়েছে, তা পাহাড়েও অটুট আছে। ২০০১–২০০৬ মেয়াদে পাহাড়ে মন্দির, মসজিদ, বিহারসহ ধর্মীয় উপাসনালয়, সড়ক যোগাযোগ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পর্যটন খাতে ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি।”

জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, “জামায়াত ধর্মকে পুঁজি করে মিথ্যাচার ছড়াচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করছে। বর্তমানে তারা পতিত আ’ লীগের ভূমিকা পালন করে নির্বাচনকে ঘিরে তামাশা করছে। পিআরসহ কয়েকটি দাবি তুলে নির্বাচন ভন্ডুলের চেষ্টা করছে।”

আগামী জাতীয় নির্বাচনে জনগণকে ভোট দিতে কেন্দ্রমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পতিত আ’লীগ সরকারের সময়ে মানুষ ভোট দিতে পারেনি। গণতন্ত্র ও ভোটাধিকারের আন্দোলনে বিএনপির নেতা–কর্মীরা মামলা, হামলা, নির্যাতন, গুম, খুন ও ঘরবাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন।” তিনি আরও বলেন, “মানুষের ভোটে নির্বাচিত হলে পাহাড়ের সকল সম্প্রদায়ের উন্নয়নেই কাজ করবে বিএনপি।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সন্ধ্যায় মাটিরাঙা উপজেলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেন ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূইয়া।