সকল ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে গুইমারাতে ছাত্রলীগের বিক্ষোভ

গুইমারা  প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপুর্ণ স্লোগান ও বক্তব্য এবং দেশব্যাপী সকল ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়নের সাথে জড়িত ও তাদে

মানিকছড়িতে বিআরডিবির সফল উদ্যোক্তার মাঝে কোভিড-১৯ প্রণোদনা ঋণ বিতরণ 
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে লক্ষ্মীছড়ি থানায় কেক কেটে আনন্দ উদযাপন
মহালছড়িতে পার্বত্য নাগরিক পরিষদের খাদ্য সহায়তা প্রদান

গুইমারা  প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপুর্ণ স্লোগান ও বক্তব্য এবং দেশব্যাপী সকল ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়নের সাথে জড়িত ও তাদের পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচার এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর নিশ্চিত করা, নারীদদের প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি’র গুইমারা উপজেলা ছাত্রলীগ।

১২ অক্টোবর (সোমবার)বেলা ১১টায় মিছিলটি গুইমারা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সভা ও বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা, সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামমীলীগ সহ-সভাপতি আইয়ুব আলী, সমীরন পাল, উপজেলা যুবলীগ সহ-সভাপতি ফখরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।