• July 27, 2024

 সচেতনা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা

  সচেতনা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে মাদকবিরোধী আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: নেশা ছেড়ে কলম ধরি,মাদকমুক্ত দেশ গড়ি এ শ্লোগানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকের বিরুদ্ধে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭মে মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলমোর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোমানা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান,বিদ্যালয়ের শিক্ষক সুমেদ চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মাদকের কুপল তুলে ধরে ছাত্র -ছাত্রীদের মাদক থেকে দুরে থাকার আহবান এবং মাদককে না বলার কথা বলেন। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post