• July 27, 2024

সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই!

 সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই!

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির দুলাল মিয়া। দুই বছর আগে দূর্ঘটনায় তার কোমর ভেঙ্গে যায়। বর্তমানে তিনি শারিরিক প্রতিবন্ধী হয়ে খুবই কষ্টে দিনযাপন করছেন।

তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ৬ নং পৌর ওয়ার্ড শালবন রসুলপুর এলাকার বাসিন্দা। মৃত ছেরাজুল হক ও মোছাম্মদ আংকিয়া খাতুনের ২য় পুত্র। দুলাল মিয়ার এক ছেলে ও এক মেয়ে। সন্তানরা বিবাহিত এবং আলাদা সংসারে বসবাস করেন। দুলাল মিয়ার স্ত্রী মানুষের বাসাবাড়িতে বুয়ার কাজ করে কোন রকমে সংসার চালান। দুলাল মিয়া উন্নত চিকিৎসা পেলে আগের মতো রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাতে পারবেন বলে আশা প্রকাশ করেন চিকিৎসকরা।

দুলাল মিয়ার ক্ষত স্থান থেকে পানির মতো পদার্থ ঝরে। সপ্তাহে সাড়ে আটশত টাকার ঔষধ লাগে বলে তিনি জানিয়েছেন। দুলাল মিয়ার বসতঘর খানা জরাজীর্ণ। বৃষ্টি এলেই গড়িয়ে পড়ে পানি। উন্নত চিকিৎসা ও একটি বসতঘরের আশায় তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরছেন। তার ব্যবহৃত পূর্বের স্ক্রাচটি নষ্ট হওয়ায় পার্বত্য প্রেস ক্লাব ও বাংলাদেশ প্রেস ক্লাব খাগড়াছড়ি শাখার সদস্যরা তাকে নতুন স্ক্রাচ উপহার প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post