সভাপতি জয়নাল ও মাঈন উদ্দীনকে সম্পাদক করে মানিকছড়ি আ.লীগের কমিটি ঘোষণা
স্টাফ রিপোর্টার: সভাপতি পদে জয়নাল আবেদীন ও মো. মাঈন উদ্দীনকে সাধারণ সম্পাদক করে মানিকছড়ি আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ আওয়ামীলীগ মানিকছড়ি শাখার কাউন্সিলে জেলা আ.লীগ সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এ ঘোষণা দেন।
উপজেলা টাউল হলের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আ.লীগ সভাপতি ও সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
নতুন কমিটি গঠনে অনুষ্টিত ২য় অধিবেশনে উপস্থিত ১৯৯ জন কাইন্সিলার তাদের নেতা(নতুন কমিটি) নির্বাচনে মতামত ব্যক্ত করবেন। পরে সকল কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সম্পাদক পদে কোন প্রতিদ্বদ্বি প্রার্থী না থাকায় এবং একজন কাইন্সিলার প্রস্তাবকারী হয়ে নাম প্রস্তাব করার পর সভাস্থলে উপস্থিত সকলে তা সমর্থন করায় সভাপতি পদে মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদ পদে মো. মাঈন উদ্দীনকে পূনরায় নির্বাচিত ঘোষণা করেন। এদিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রফিকুল ইসলামকে প্রস্তাব করা হলে তা গৃহিত হয়।