সভাপতি হলুকাজাই, পারভেজকে সম্পাদক করে লক্ষ্মীছড়ি ছাত্রলীগের কমিটি ঘোষণা

Homeপাহাড়ের সংবাদখাগড়াছড়ি সংবাদ

সভাপতি হলুকাজাই, পারভেজকে সম্পাদক করে লক্ষ্মীছড়ি ছাত্রলীগের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৮মে সোমবার এক কাউন্সিল’র মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত

রামগড়ে তৃণমূল উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় ইয়ুথ গ্রুপ গঠনে আলোচনা সভা
লক্ষ্মীছড়িতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
মানিকছড়ি ঐতিহ্যবাহী তিনটহরী বাজারে কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ৮মে সোমবার এক কাউন্সিল’র মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হলুকাজাই চৌধুরী। সাধারণ সম্পাদক করা হয়েছে মো: পারভেজ হোসেনকে।

৬১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রলীগের ঘোষিত এ কমিটির অন্যান্যদের নাম এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রকাশ করা হয় নি। তবে দলীয় সূত্র বলছে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য বাবু রেম্রাচাই চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারিসহ জেলা ও উপজেলার সিনিয়র নেতৃবৃন্দার উপস্থিত ছিলেন।