বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার’র মৃত্যুতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ
ডেস্ক রিপোর্ট: দৈনিক ‘সমকাল’-এর সম্পাদক গোলাম সারওয়ার আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন গোলাম সারওয়ার। তিনি হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন।
দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক গোলাম সারওয়ার এর মৃত্যুতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের গভীর শোক প্রকাশ করেছেন। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম ও সাধারণ সম্পাদক কানন আচার্য্য এ শোক প্রকাশ করেন।