• September 14, 2024

সরকারিকরণ হলো দেশের আরো ২১টি বেসরকারি উচ্চ বিদ্যালয়

ডেস্ক রিপোর্ট: সরকারিকরণ করা হলো দেশের আরো ২১টি বেসরকারি উচ্চ বিদ্যালয়কে। ১১ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। রষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা এই আদেশে জানা যায়, খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয় এবং লক্ষ্মীছড়ি মডেল উচ্চ বিদ্যালয় ছাড়াও রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উচ্চ বিদ্যালয় ও পোয়া পাড়া মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করণ করা হয়।

এছাড়া চট্টগ্রাম জেলায় ২টি, ক´বাজার জেলায় ১টি, ফেনী জেলায় ২টি, চাদপুর জেলায় ২টিসহ সর্বমোট দেশের বিভিন্ন জেলা থেকে ২১টি উচ্চ বিদ্যালয়কে সরকারি করণের আদেশ জারি করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post