• November 23, 2024

সরকারি চাকুরিতে ৫ ভাগ পাহাড়ি কোটা বহালের দাবীতে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 সরকারি চাকুরিতে ৫ ভাগ পাহাড়ি কোটা বহালের দাবীতে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: সরকারি চাকুরির সকল গ্রেডে ৫ ভাগ পাহাড়ি কোটা বহালের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির-এমএন লারমা সমর্থিত পিসিপি’র উদ্যোগে ১৭ জুলাই বুধবার সকালে টাউন হলের সামনে থেকে বিক্ষোভ বের করা হয়। বিক্ষোভটি শহর প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় পিসিপি-র বিক্ষোভ সমাবেশ থেকে ১৯০০ সালের হিলট্যাক্ট রেগুলেশন বাতিলের ষড়যন্ত্রেরও প্রতিবাদ জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চাকমার সঞ্চালনায় এবং জেলা সভাপতি সভাপতি মৃনাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন,পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা কৃতিত্ব।

এছাড়া পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট,সাংগঠনিক সম্পাদক মনতোষ চাকমা,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা এবং পিসিপির কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অমর সিং চাকমা বক্তব্য রাখেন।

সমাবেশে ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে সংহতি বক্তব্য রাখেন মেঘদুৎ চাকমা, কৃপায়ন চাকমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি নয়ন ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি পাহাড়ি জনগোষ্ঠির রক্ষাকবচ। কিন্তু সরকার এই এই শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বে ১৯০০ সালের রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

বক্তারা দাবী করেন, সমতলের তুলনায় পাহাড়ের দূর্গমতা আর দারিদ্র্যের কারণে পাহাড়ি শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত। ঢাকা-চট্টগ্রামসহ বড়ো শহরের শিক্ষার্থীদের সাথে লড়াই করে টিকে থাকা কোনভাবেই সম্ভব নয়। দেশের সংবিধানেও অনগ্রসর-পশ্চাৎপদ জনগোষ্ঠির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে। তাই পাহাড়িদের জীবন ও অস্তিত্ব টিকিয়ে রাখতে সকল গ্রেডের সরকারি চাকুরিতে ২০১৮ সালের আগেকার মতো ৫ শতাংশ কোটা বহাল রাখা সময়ের দাবি বলেও মন্তব্য করা হয়। সমাবেশে বিপুল পরিমাণ শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ পাহাড়ি জনগণও অংশগ্রহণ করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post