সরফভাটায় ইয়াবা ব্যবসায়ীকে অস্ত্রসহ গ্রেপ্তার
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটায় ১টি দেশীয় বন্দুক ও ইয়াবা ট্যাবলেট সহ সাইফুল ইসলাম (২০) নামের এক সন্ত্রাসীকে রাঙ্গুনিয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত সন্ত্রাসীকে গতকাল বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১১টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের মাওলানা গ্রামের নেসারিয়া পাড়ায় জনৈক শাহ আলম প্রকাশ (কালা বাঁচা) নেতৃত্বে ইয়াবা ট্যাবলেট পাচারের সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাইলের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় বাড়িতে ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী কালা বাঁচা পালিয়ে যায়।
ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরী একনলা বন্দুক সহ কালা বাঁচার ভাগিনা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত আসামীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জমির আহমদের পুত্র। রাঙ্গুনিয়া মডেল থানার এসআই মোহাম্মদ ইসমাইল বলেন, মামা-ভাগিনা দু’জনে ইয়াবা ব্যবসায়ী। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে।