দীঘিনালা জোনে সশস্ত্র বাহিনী উদযাপন

মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা জোন সদরে সশস্ত্র বাহিনী দিবস ও ঈদ র মিল্লাদুলন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। ২১ নভেম্বর বুধবার দুপরে দীঘিনাল

রামগড়ে নবাগত ইউএনও’র সাথে সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময়
মহালছড়িতে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু
মহালছড়িতে টমটম চালক সমিতির কমিটি গঠন

মোঃ আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা জোন সদরে সশস্ত্র বাহিনী দিবস ও ঈদ র মিল্লাদুলন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।

২১ নভেম্বর বুধবার দুপরে দীঘিনালা জোনের চিত্তবিনোদন কক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়। দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাকসুদুল নাইম আমন্ত্রিত অতিথিদের অর্ভর্থনা জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, নারী ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম রাজু, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ্ব উদ্দীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিদর্ভ বিদর্ভ রঞ্জন চাকমা, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গির হোসেন, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম।

এর আগে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মাকসুদুল নাঈম অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সশস্ত্র বাহিনীর দিবসের কথা সংক্ষিপ্ত আকারে তোলে ধরেন।