• May 18, 2024

সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি সনাকের মতবিনিময়

এস.এম. ইউছুফ আলী: “গণমাধ্যম ব্যতীত গণতান্ত্রিক রাষ্ট্র অচল” স্লোগানে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও করনীয় শীর্ষক মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটি (সনাক)। খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সাথে এ মত বিনিয়ম করেন। মঙ্গলবার দুপুরে  পানখাইয়া পাড়া সনাক কার্যলয়ে এ মতবিনিময় সভা করা হয় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সনাকের সভাপতি প্রফেসর বৌধি সত্ব দেওয়ান।

এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সনাক সদস্য প্রফেসর ডঃ সুধীন কুমার চাকমা, প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সনাকের খাগড়ছড়ি এসিস্ট্যান্ট ম্যানেজার দুর্লভ চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম। খাগড়াছড়ি সনাক সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য সাংবাদিক চিংমেপ্রু মারমা প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত দেশ ও সমাজ গঠনে টিআইবি কাজ করে যাচ্ছে। দুর্নীতির ধারনা সূচক প্রণয়নের মাধ্যমে বিভিন্ন দেশের দুর্নীতির অবস্থান নির্ণয় ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সনাক।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post