সাংবাদিকদের সাথে নবাগত পানছড়ি ইউএনও’র মতবিনিময়
পানছড়ি প্রতিনিধি: পানছড়ি প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
দ্বিতীয় কর্মদিবসে ইউএনও‘র কার্যলয়ে মঙ্গলবার (১৬অক্টোবর) দুপুর ২টার দিকে দিকে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি নূতন ধন চাকমা, সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল হোসেন ইলিয়াছ, প্রতিষ্টাতা সদস্যসৈয়দ এম.এ বাশার ও রাশেদুজ্জামান অলি প্রমূখ।
পানছড়িকে আধুনিকায়নের মনোনিবেশ করবেন উল্লেখ করে নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংবাদিকেদের সহযোগীতা কামনা করেন।