• December 12, 2024

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন গুইমারা রিজিয়ন কমান্ডার

স্টাফ রিপোর্টার: ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার এ কে এম সাজেদুল ইসলাম ৫ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ১৬ সেপ্টেম্বর সকালে গুইমারা রিজিয়ন সদর দপ্তরের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রিজিয়ন কমান্ডার বলেন, গুজবে কান দেয়া যাবে না, সত্য প্রকাশ করতে হবে। সাংবাদিকদের লেখনির মাধ্যমে যেমন সম্প্রীতি বিনষ্ট হতে পারে, আবার সত্য প্রকাশের মধ্য দিয়ে সম্প্রীতিকে আরো সু-দৃঢ় করতে পারে। কিছু ব্যক্তি সব সময় থাকে যাদের কেনো কাজ নেই, পরিস্থিতিকে ঘোলাটে করে স্বার্থ হাসিল করার জন্য। সে দিক থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সাংবাদিকদের আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। উন্নয়ন কাজ ব্যহত হয় এমন কোনো কাজকে সেনাবাহিনী সমর্থন করবে না। কোনো ভাবেই শান্তি বিনষ্ট হতে দেয়া যাবে না। সে জন্য যা যা করা প্রয়োজন গুইমারা রিজিয়ন তা করার জন্য প্রস্তুত আছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের আরো বেশি অগ্রনী ভূমিকা রাখার আহবান জানিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার এ কে এম সাজেদুল ইসলাম বলেন, আসছে নির্বাচন সন্ত্রাসী কর্মকান্ড চাঁদাবাজিসহ সকল অন্যায় অপরাধ রোধকল্পে সাংবাদিকসহ সকলকে একযোগে কাজ করতে হবে।

মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন, ব্রিগেড মেজর ফাহিম মোনায়েম হোসেন, রিজিয়নের জিটুআই মেজর মঈনুল আলম, মেজর মোহাম্মদ পারভেজ, রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন, কোষ্যাধ্যক্ষ করিম শাহ, উপজেলা প্রেসক্লাব গুইমারার সভাপতি এম সাইফুর রহমান, উপদেষ্টা আব্দুল আলী, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, রিপোটার্স ইউনিটির সভাপতি দিদারুল আলম, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জসিম উদ্দিন, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক তালাত মাহমুদ শিশির, লাইভ সিএইচটি ডট কম’র বার্তা সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক শাহ আলম, অন্তর মাহমুদ, সাগর চক্রবর্তি কমল প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post