• December 5, 2024

সাংবাদিক জসিম উদ্দিন মজুমদারের বাড়িতে দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও জিটিভির জেলা প্রতিনিধি এডভোকেট জসিম উদ্দিন মজুমদারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৯ জুন মঙ্গলবার সকালে জেলা শহরের মনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির দু’টি কক্ষের কয়েকটি আলমারী ভেঙ্গে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে কেউ ছিলেন না।

সাংবাদিক জসিম উদ্দিন মজুমদার জানান, সকাল ১০টায় তিনি ও তার শিক্ষিকা স্ত্রী যার যার কাজে বের হন। দুপুর দেড়টার দিকে তার স্ত্রী বাড়ি ফিরে জিনিসপত্র এলোমেলো দেখে তাকে খবর দিলে তিনি বাড়িতে আসেন। বাড়িতে থাকা ৪-৫ ভরি স্বর্ণালঙ্কার, আনুমানিক পঞ্চাশ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।

খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানার উপ পরিদর্শক মো. সাদেকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চোর সনাক্ত করা সম্ভব হয় নি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post