• May 22, 2024

সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

 সাংবাদিক প্রদীপ চৌধুরীর পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের(কেইউজে) সভাপতি প্রদীপ চৌধুরীর পিতা বাঁশী মোহন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে), টিভি জার্নালিস্ট এসোসিয়েশন খাগড়াছড়ি, মাটিরাঙা প্রেসক্লাব, দীঘিনালা প্রেসক্লাব, মহালছড়ি প্রেসক্লাব, মানিকছড়ি প্রেসক্লাব, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব ও জেলা ক্রীড়া সংস্থা পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছে।

এর আগে, গত সোমবার (২২ জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় চট্টগ্রামের ফটিকছড়ি সদরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ শিক্ষক বাঁশী মোহন চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের সিংহরিয়া গ্রামে পারিবারিক শশ্মানে বাঁশী মোহনের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post