সাজেকে শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট জোন

শেয়ার করুন

মোঃ আল আমিন, দীঘিনালা: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারি রবিবার সাজেকের অদিতি পাবলিক স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ৬নং আদর্শপাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি। এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মোঃ রায়হান হোসেন, বাজার কমিটির সভাপতি নাজিম উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শীতকালে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে দিন কাটায়। সবার কাছে একসাথে পৌঁছানো সম্ভব না হওয়ায় বাঘাইহাট জোনের আওতাধীন বিভিন্ন দুর্গম এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এর আগেও ভুয়াছড়ি ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে পার্শ্ববর্তী এলাকার জনগণের মাঝে কম্বল বিতরণ করা হলো। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয়রা জানান, তীব্র শীতে এই ধরনের মানবিক সহায়তা অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ উদ্যোগ প্রশংসনীয়।