• February 18, 2025

সাজেকে সেনাবাহিনীর শিক্ষা উপকরন বিতরন

 সাজেকে সেনাবাহিনীর শিক্ষা উপকরন বিতরন

মো: আল আমিন, দীঘিনালা।

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাঘাইহাট জোন, মাইটি সিক্সার্স সেনাবাহিনী।

রবিবার(২৬ জানুয়ারী) সকালে বাঘাইহাট জোনের পক্ষ থেকে সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন স্কুলের সভাপতি ও বাঘাইহাট জোন উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত) ,মেজর আবু নাইম খন্দকার এর সভাপতিত্বে দেড় শতাধিক গরিব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী কলম, পেন্সিল, রাবার, পেন বক্স ও স্কুল ব্যাগ বিতরণ করেন বাঘাইহাট জোন কমান্ডার প্রধান অতিথি লে. কর্ণেল খায়রুল আমিন পিএসসি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান বাবু অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাজেক ইউনিয়নের মহিলা মেম্বার সুমিতা চাকমা, এবং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজিম ডাক্তার, সহ-সভাপতি মোঃ রায়হান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন। এছাড়াও বাঘাইহাট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগন ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post