Homeস্লাইড নিউজশিরোনাম

সাজেক সড়কে মাহিন্দ্র ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ৭

পাহাড়ের আলো: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ঢেবাছড়ি এলাকায় মাহিন্দ্র ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ৪ পর্যটক সহ ৭ জন গুরুতর আহত

মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে ভুতুড়ে বিদ্যুৎ বিলের কষাঘাতে অতিষ্ট হাজারো গ্রাহক
মানিকছড়িতে পান্নাবিল শ্রী শ্রী হরি মন্দির ও বৈরাগী বাবার আসনে মহোৎসব
মানিকছড়িত থানায় সার্ভিস ডেক্স ও গৃহহীন পরিবারে নির্মিত ঘর উদ্বোধন 

পাহাড়ের আলো: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ঢেবাছড়ি এলাকায় মাহিন্দ্র ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ৪ পর্যটক সহ ৭ জন গুরুতর আহত হয়েছে।

৮ জানুয়ারী শুক্রবার বিকেল ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ  আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন, মোটরসাইকেল চালক কৌড়ি ত্রিপুরা (৩০) ও আরোহী সজেন ত্রিপুরা (২৫) মাহিন্দ্র চালক সাহিন (৩০) এছাড়া আহত ৪ পর্যটক হলেন তানজিল (২২) রুপক (২৮) সাহানা (২০) অন্যজনের নাম তৎক্ষনাৎ জানা সম্ভব হয়নি।সাজেক থানার ওসি মোঃ ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।