সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ে প্রতিবছরের ন্যায় ২ দিন ব্যাপী ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারী শনিবার বিকাল সাড়ে ৩ টায় সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কংজরী মারমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ এর সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষাবীদ ও সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মংশৈপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি জেলা যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মুকুল চাকমা, মারমা উন্নয়ন সংসদ এর সাধারণ সম্পাদক বাঁশরী মারমা, সিন্দুকছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা, সাবেক মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান থুইলাঅং মারমা, মুবাছড়ি ইউপি আওয়ামীলীগ এর সভাপতি মংরে মারমা ও সাধারণ সম্পাদক অংসাথোয়াই মারমা প্রমূখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে বছরের প্রথম দিনেই প্রতিটি স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দিচ্ছেন। সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে এ সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ দিয়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা আরো বলেন, লেখাপড়া আর খেলাধূলা একে অপরের পরিপূরক। একজন মানুষের শারীরিক, মানসিক ও প্রতিভা বিকাশের ক্ষেত্রে খেলাধূলা ও বিনোদন অপরিহার্য। এ কারণে প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধূলায় অংশ নেয়া প্রয়োজন বলে মনে করেন বক্তারা। আলোচনা শেষে প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পুরস্কার বিতরণের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।