• December 24, 2024

সিঙ্গিনালা মৈত্রীপুর বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন

মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহারে অত্যন্ত আনন্দ উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানোত্তম কঠিন চিবর দান উৎসব সম্পন্ন হয়েছে।

১৭ নভেম্বর ভিক্ষু সংঘকে চিবর দান করার মাধ্যমে কঠিন চিবর দানোৎসব সম্পন্ন হয়। এ উৎসবকে ঘিরে করে দলে দলে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ সকাল হতে বিহারে আসতে শুরু করে। অনুষ্ঠানের প্রথম পর্বে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পঞ্চশীল গ্রহন, সকল প্রাণীর হিতার্থে সমবেত প্রার্থনা, ভিক্ষু সংঘ কর্তৃক ধর্মীয় দেশনা প্রদান করেন। এছাড়াও বুদ্ধমূর্তি দান, অষ্ট পরিক্খার দানসহ নানাবিধ দান করা হয়। এ সময় ধর্মীয় দেশনা প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকার আমলং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ ক্ষান্তিবর স্থবির।

একইভাবে ধর্মীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ সময় পঞ্চশীল প্রার্থনা, সমবেত প্রার্থনাসহ ধর্মীয় দেশনা প্রদান করেন গুইমারা উপজেলার ছোটপিলাক বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ সারামিজু ভিক্ষু। দেশনা শেষে ভিক্ষু সংঘকে সার্বজনীন চিবরটি দান করেন সিঙ্গিনালা হেডম্যান পাড়া মৈত্রীপুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উষাপ্রু মারমা।

ধর্মীয় দেশনাকালে ভিক্ষুগণ বুদ্ধের মূখনিঃসৃত বাণী উচ্চারণ করে আগত উপাসক উপাসিকাদের উদ্দেশ্যে বলেন, অহিংসা পরম ধর্ম। সবাইকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে হিংসা-দ্বেষ, লোভ পরিহার করতে হবে। একে অপরের সাথে শত্রুতা পরিহার করে সকলের মাঝে মৈত্রীভাব পোষণ করার আহবান জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post