• June 16, 2024

সিন্দুকছড়ির পঙ্খীমুড়ায় পাহাড় ধস ঠেকাতে কাজ করছে সেনাবাহিনী

 সিন্দুকছড়ির পঙ্খীমুড়ায় পাহাড় ধস ঠেকাতে কাজ করছে সেনাবাহিনী

গুইমারা প্রতিনিধি: টানা ও ভারী বর্ষণে গুইমারা উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ের ঢালুতে গড়ে উঠা ঘর-বাড়ি সহ খাল বিল, রাস্তাঘাটে ইতোমধ্যে পাহাড় ধসের আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়াও সিন্দুকছড়ির পঙ্খীমুড়ায় পাহাড় ধসে সিন্দুকছড়ি মহালছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিরলস ভূমিকায় সড়ক ও যোগাযোগ ব্যবস্থা চলাচলের উপযোগী করতে সক্ষম হয় সিন্দুকছড়ি জোন।

জোন সিকিউরিটি অফিসার মেজর আসাদুজ্জামান খন্দকার বলেন, এই ভারী বর্ষণে কোনো জায়গায় কোনো মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যাপারে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি এবং পাহাড়ের ঢালুতে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরে আসার জন্য আহবান জানাচ্ছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post